মানুষ খারাপ নাকি আমি খারাপ?

গত বছর ডিসেম্বরের দিকে থেকে একজন ক্লাস 10 এর স্টুডেন্ট কে প্রাইভেট পড়ানো শুরু করেছিলাম পরীক্ষার ২ মাস আগে। বাসায় পড়ে না, তাই রাখসে। ৫ দিন সপ্তাহে, অল সাবজেক্ট, ৩৫০০। রাজি হলাম, প্রথম টিউশন। স্টুডেন্ট পাশ করে ইন্টার এ উঠলো। আমাকে আবার কল দিলো ২ মাস পড়াইতে কারণ ২ মাস পর বাসা চেঞ্জ করে দূরে যাবে। ৫ দিন পড়াইতে বলসিলো, আমি বললাম ৪ দিন। অন্য টিউশন করি, ভার্সিটি যাই, তাই কষ্ট হয়ে যায়। তো ১ মাস গেলো, আগের বেতন ই দিলো ভাবসিলাম কম দিবে। পরে ভাবলাম ইন্টার এর সাবজেক্ট, বেসিক্যালি সায়েন্স এর সব গুলা সাবজেক্ট ই টাচ করতেসিলাম তো ঠিক ই আছে। তার উপর অন্য কেউ হইলে আরো বেশি নিতো, এটা স্টুডেন্ট এর মা নিজের মুখে স্বীকার করছেন। তো মাঝখানে কারফিউ এর কারণে কয়দিন যেতে পারি নাই, এজন্য আমি পরের সপ্তাহে ৬/৭ দিন ও পরাইসি। একটা দিন ও বাদ দেই নাই। আর ২ ঘণ্টার কম তো পড়াই ই নাই। আজকে তার প্রতিদান পাইলাম, ১০০০ টাকা কম দিসে। এখন মনে করতে পারেন আমি ওভার রিএক্ট করতেসি, বাট আমি তো কখনও পড়ায় ফাকি দেই নাই, তাইলে আমাকে আমার প্রাপ্য কেনো দিলো না। আজকে অনেক খারাপ লাগতেসে। আমার ১০০০ টাকা পানিতে পড়ে গেলেও আমার এত খারাপ লাগত না।